উত্তরদিনাজপুর

শাসক দলের অরাজকতার বিরুদ্ধে ইটাহার থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দুষ্কৃতিদের সন্ত্রাস, সাধারণ মানুষের উপর অত্যাচার, হামলা, ছাপ্পা ভোটের প্রতিবাদে ইটাহার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্বরা। জানা যায়, শুক্রবার উত্তর দিনাজপুর জেলার প্রায় প্রতিটি ব্লকের বিজেপির পক্ষ থেকে মিছিল বের করে বিক্ষোভ দেখান হয়। ঠিক একই ভাবে জেলার ইটাহার ব্লকের বিজেপি নেতৃত্বরা বিক্ষোভ দেখায়। এদিন তারা হাসপাতাল চত্বরের বিজেপি পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে হাজির হয় ইটাহার থানায়। এরপর থানা ঘেড়াও করে বিজেপি নেতা কর্মীরা। পরে বিজেপি নেতৃত্বরা থানার ও.সি পি.এন ভুটিয়াকে ডেপুটেশন জমা দেয় বলে জানা যায়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি নিমাই কুণ্ডু, সংখ্যালঘু বিজেপি নেতা ইউনস হক, বিজেপি নেতা সুবির বিশ্বাস সহ বিজেপি কর্মী-সমর্থকরা। 

এবিষয়ে জেলা বিজেপি সভাপতি নিমাই কুণ্ডু জানান, শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিল করে ডেপুটেশন দেওয়া হয়েছে। ডেপুটেশন দেওয়ার কারণ, শাসক দল বিভিন্ন বিরোধী দলকে সুষ্ঠ ভাবে মনোনয়ন পত্র জমা করতে দেয়নি। এই অরাজকতার বিরুদ্ধে তারা এদিন থানা ঘেড়াও করে ডেপুটেশন পত্র জমা দেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/tRQEVVrFn3E